দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউনিয়ন কৃষি অফিস, ইউনিয়ন পরিষদ, এনজিও, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা-প্রতিষ্ঠান, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু-যুব ফোরামসহ ২৬টি ভিডিসি সভাপতিদের সাথে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন এর অংশীদারিত্বের ভিত্তিতে কর্মসূচী বাস্তবায়নের জন্য সমঝোতা স্বারক অনুষ্ঠান-২০২৫ এ স্বাক্ষর প্রদান করেছেন।
স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন বলেন, ওয়ার্ল্ড র্ভিশনের সাথে এই স্বাক্ষরের মাধ্যমে এলাকার টেকসই উন্নয়নের জন্য যৌথভাবে উন্নয়ন কাজ করা হবে। শিশু সুরক্ষায় সবার অংশগ্রহন নিশ্চিত হবে। সংস্কার কার্যক্রম সহজে বাস্তবায়ন করা হবে। সহজেই উদ্বুদ্ধ সমস্যার সমাধান করা সম্ভব হবে। একই উপকারভোগী একই অনুদান না পেয়ে অন্য অনুদানের সুবিধা পাবে। গ্রামের অভিভাবক ও শিশু অধিকার সম্পর্কে জানতে পারবে। এলাকার জনগণের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটবে। উপকারভোগীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। কার্যক্রমের মনিটরিং করা সহজ হবে।
স্বল্প সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করা সহজ হবে ও এলাকাবাসীর তাদের নিজেদের জন্য পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবে। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ^াস বলেন, এই কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্র পরিবারের সদস্যদের উন্নয়ন, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, এবং পরিবেশ বান্ধব গ্রাম গড়ে উঠবে সকলের সহযোগিতায়। এসময় ২৬টি গ্রামের ভিডিসির সভাপতি, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ ইউপি সদস্য ও সদস্যাগণ স্বাক্ষর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পড়ুন: দিনাজপুরে স্ত্রীকে তালাক দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করলেন যুবক |
দেখুন: আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত
ইম/