শ্রমিকদের আত্বত্যাগের দিন মহান মে দিবসে দিনাজপুরে শ্রমজীবি মানুষ সকাল থেকেই শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দুনিয়ার মজদুর এক হয়, শ্রমিক – মালিক ঐক্য এক হয়ে,গড়বো এদেশ নতুন করে এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের অধিকার আদায়ের দিনটিকে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন করছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর উদ্যোগে দিনাজপুর ইন্সটিটিউট হতে শোভাযাত্রা বের করে শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ রিয়াজউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ।পরে একটি আলোচনাসভা অনুষ্টিত হয়।
এছাড়াও দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক,হোটেল রেস্তোরা শ্রমিক, দর্জি শ্রমিক সহ সংগঠন গুলো তাদের স্ব স্ব কার্যালয় থেকে শোভা যাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।ব্যান্ডপাটির তালে তালে এ সময় রং বেরংয়ের ব্যানার,ফেষ্টুন এবং সংগঠনের পতাকা নিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবীতে শ্লোগান দেয়।
পড়ুন: দিনাজপুরে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষ্যে মোবাইল কোর্টে জরিমানা
দেখুন: দিনাজপুরের বীরগঞ্জে সুপেয় পানির সংকট, জনজীবন বিপর্যস্ত
ইম/