দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের ভাই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গতকাল শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে ও নিহত তোজাম্মেল হক বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
তারা দুজন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলে কর্মচারীর ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটর সাইকেল যোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে বিরামপুর হতে দিনাজপুর গামী আঞ্চলিক মহাসড়কের অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনা স্থলে তারা মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় নিহতের ভাই ফুলবাড়ী থানায় গাড়িচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
এনএ/