১৯/০৬/২০২৫, ০:৩৩ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৩৩ পূর্বাহ্ণ

দিনাজপুরে ওর্য়াল্ড ভিশন’র উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষাউপকরণ হিসেবে গিফট কিটস্ বিতরণ

আজ শনিবার মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এরিয়া প্রোগাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সিইএসপি প্রকল্পের স্পন্সশীপ প্রোগামের আওতায় গিফট কিট্স কর্মসূচি (অর্থবছর’২৫) মাধ্যমে নির্ধারিত তালিকাভুক্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।

দিনাজপুর সদর উপজেলা র্নিবাহী অফিসার এর প্রতিনিধি প্রধান অতিথি হিসেবে পিআইও সদর ফেরদৌস আহম্মেদ শিক্ষা উপকরণ বিতরণ করতে গিয়ে বলেন, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোনো শিশু যেন পড়াশোনায় স্কুল থেকে ঝড়ে না পড়ে। তাদের পড়াশোনায় ও মেধা বিকাশে উৎসাহিত করতে ওর্য়াল্ড ভিশন শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে।

আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ১১৭ জন শিশুকে দুই বক্স ড্রইং পেন্সসিল, একটি করে ছাতা, একটি করে ক্যালকুলেটার, একটি করে মশারী, একটি করে চেয়ার, একটি করে ডিকসেনারী প্রদান করা হচ্ছে। সম্মানিত অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিসি এর সভাপত্বি আকরাম হোসেন বাবলু, উদয়মান সমাজ কল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্পন্সশীপ এবং শিশু সুরক্ষা কর্মকতা বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।

পড়ুন: ধান কাটার সময় নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন