দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে নারী শিশু সহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এসময় সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ৯ জন শিশু রয়েছেন।
একই রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকেও আটক করেছে বিজিবি।
আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্বর তথ্য যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হুসেন।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
দেখুন: দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৩ |
ইম/