০৮/০৭/২০২৫, ২০:১৭ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:১৭ অপরাহ্ণ

দিনাজপুরে দুইদিন ব্যাপী রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান

দুদিনব্যাপী জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর একাডেমি স্কুলের হলরুমে রবীন্দ্র সংগীত প্রশিক্ষণ-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সভাপতি মানস ভট্টাচার্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক (ভারঃ) সুমন কান্তি রায়। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ রংপুর অঞ্চল প্রধান মিলন ভট্টাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (সংগীত বিভাগ) ড. সুমা রায় ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় সদস্য নূরুল মতিন সৈকত।

দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক অধ্যক্ষ অর্চনা অধিকারী। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি-সাহিত্যিক অধ্যাপক জলিল আহমেদ, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সংগঠনের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, অধ্যাপক কামরুজ্জামান গোপন ও সাহিত্যিক-গবেষক বিধন দত্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন একাডেমি স্কুলের সহকারী শিক্ষক নুর ইসলাম, সাংগঠনের সদস্য স্বপ্না রায়, চৈত্রী দাস, মুক্তি বসাক। সমাপনী অনুষ্ঠানে সম্মানীত অতিথি নবরূপীর সভাপতি আব্দুস সামাদ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুদ্ধ রবীন্দ্র চর্চার পাশাপাশি আমাদের হৃদয়ে রবীন্দ্র নাথকে লালন ও ধারন করতে হবে। প্রতিটি শিল্পীকে সুরের মাঝে বিচরণ করতে হবে। আজকের এই প্রশিক্ষণ তোমাদের জীবনে একজন প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার প্রেরণা দেবে।

মনে রখবে চর্চার কোন বয়স নেই। যে কোন বয়সের মানুষ সংগীত চর্চা করতে পারে। রবীন্দ্র ঠাকুরকে বলা হয় বিশ্ব কবি। তার রচিত সাহিত্য সামগ্রী বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্ব কবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী।

এনএ/

দেখুন: দিনাজপুরে ১০ দিনেও থামছে না গরুর মৃত্যু

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন