28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দিনাজপুর ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার আল্টিমেটাম 

দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে ইমাম নিয়োগে অনিয়ম নিয়ে দিনাজপুর ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। দাবি না মানলে কাল রবিবার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তারা।


আজ শনিবার রাত ৯টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে দিনাজপুরে দেশের সর্ববৃহৎ গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে ইমাম নিয়োগে অনিয়ম হওয়ায় সিদ্ধান্ত পুণর্বিবেচনা করতে হবে। এই ইমাম নিয়োগে যে সকল অনিয়ম পরিলক্ষিত হয়েছে তা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাঝে তুলে ধরেছেন। 


অনিয়ম গুলো হলো-ইমাম নিয়োগের সার্কুলার না দেয়া। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহে একটি স্বচ্ছ ও সার্বজনীন নিয়োগ প্রক্রিয়ায় মাধ্যমে ইমাম নিয়োগের জন্য প্রথম শর্ত হলো ইমাম নিয়োগের জন্য সার্কুলার দেয়া। কিন্তু এই নিয়োগের জন্য কোনো সার্কুলার দেয়া হয়নি। ১৬ মার্চ ২০২৫ জেলা প্রশাসক কার্যালয়ের মিটিং রুমে দিনাজপুরের সকল দল-মতের প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসক এর আহ্বানে উন্মুক্ত বৈঠকে সবার পক্ষ থেকে প্রস্তাব চাওয়া হলেও ভাইবা বোর্ডে কিংবা সিদ্ধান্তের বৈঠকে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি।

বৈঠকে একটি কমিটি করার কথা জেলা প্রশাসক অঙ্গীকার করলেও অজানা কারণে কমিটি গঠন করা হয়নি কিংবা কোথাও প্রকাশ করা হয়নি। অভিজ্ঞতা সম্পন্ন ওলামায়ে কেরামের তত্বাবধানে ভাইবা বোর্ড গঠন না করে নাটকীয় ও প্রশ্নবিদ্ধ ভাইবা বোর্ড গঠন করা হয়েছে। বৈঠকে উপস্থাপিত প্রার্থীদের সুনির্দিষ্টভাবে ভাইবার জন্য না ডেকে সাক্ষাতের কথা বলে ভাইবা ফেইস করানো হয়েছে।

২৭ মার্চ রাতে সিদ্ধান্তের বৈঠক আয়োজনের সম্ভাব্য সময় থাকলেও সময়ক্ষেপণ করে একজন সুনির্দিষ্ট ব্যক্তিকে বিশেষ সুবিধা দিতে ১৯ ঘণ্টা বিলম্বে ২৮ মার্চ ভাইবা ফেইস করিয়েই তাকে প্রধান বা ১নং ইমাম হিসেবে সিলেকশন করা হয়েছে। অধিকতর যোগ্য ওলামায়ে কেরাম কে নামকাওয়াস্তে ইমাম তালিকায় সর্বনিম্ন পর্যায়ে রেখে তাদের এবং সকল ওলামায়ে কেরামকে প্রকারান্তরে অপমানিত করা হয়েছে।

দিনাজপুরের সকল প্রতিনিধিত্বশীল সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। এমনকি প্রস্তাবকদের ভাইবা বোর্ডে রাখা হয়েছে।


এই ব্যাপক অনিয়মের মাধ্যমে গঠিত বিতর্কিত ও নিয়ম বহির্ভূত ইমাম প্যানেল বাতিল করে দিনাজপুরের সকল ওলামায়ে কেরাম ও অংশীজনদের সম্পৃক্ত করে এই সিদ্ধান্তকে পূণর্বিবেচনা করে ইমাম নিয়োগ দিতে হবে।


দিনাজপুরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার পক্ষে আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন আল্টিমেটাম দিয়ে জানান,যদি রবিবার দুপুর বারোটার মধ্যে জেলা প্রশাসক আমাদের দাবি মেনে না নেয়,তাহলে দুপুর ২ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে। 


জরুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার পক্ষে মুফতি মোহাম্মদ শোয়াইব, মুফতি খাইরুজ্জামান,মাওলানা কাসেম নাসিরুল্লাহ,কারী বাবর আলী,মোঃ তরিকুল ইসলাম সায়েম প্রমুখ।

পড়ুন : দিনাজপুরে দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন