ঘুষ বাণিজ্য ও অপরাধীদেরকে গ্রেপ্তার না করায় দিনাজপুর বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হাসান জাহিদ সরকারের অবসরের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় নারী পুরুষ রা।
সোমবার (১৬ জুন) সকাল ১১ টার দিকে সেতাবগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন শেষে ঝাড়ু মিছিল করেছে শতাধিক নারী পুরুষ।
গত ৯ জুন শাহরিয়ার শিশিরের উপর হামলা করা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে বিলম্ব করা, হুকুমদাতা সন্ত্রাসী ফয়সাল মোস্তাক এর নামে মামলা নিতে অস্বীকৃতি জানানোয়, বোচাগঞ্জ থানার দুর্নীতিবাজ ওসি হাসান জাহিদের অপসারণ এর জন্য শতাধিক নারী পুরুষ মানববন্ধন শেষে ঝাড়ু মিছিল করে।
এ সময় তারা দাবি করে এই ঘুষ বাণিজ্য কারী ওসি হাসান জাহিদ সরকার ও তার বিশ্বস্ত ক্যাডার ফয়সাল মুস্তাক কে এর মাধ্যমে এলাকায় ঘুষ গ্রহণ আর গ্রেফতার বাণিজ্য করে আসছে যে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা। রাতের অন্ধকারে ঘুষ গ্রহণ করায় এই ওসি হাসান জাহিদের নেশা। তাই দ্রুত সময়ের মধ্যে ওসিকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সন্ত্রাসী ঘটনায় গুরুতর আহত শাহরিয়ার শিশির পিতা সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ মোজাহারুল ইসরাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল কারীম রাবিদ, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা ছাত্রদলের আহবয়াক রিয়াদ হাসান চৌধুরী, এমরুল রেজা, মাসুদ খাঁন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিতী আক্তার নিশি, সাবেক কাউন্সিলর মোঃ মামুন প্রমুখ।
পড়ুন: দিনাজপুরে চিরিরবন্দরে ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতার দখলে কবরস্থানের জায়গা
এস