দিনাজপুরে বিরামপুর উপজেলার অচিন্ততপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ২টার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।
তিনি জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। ঘটনা দেখে তাৎক্ষণিক দ্বায়িত্বরত বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। এসময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে ৩ পুরুষ, ৩ নারী এবং ৯ শিশু রয়েছেন।
পড়ুন: দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
এস