34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দিনাজপুর মাদকবিরোধী প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত

খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগাকে সামনে রেখে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের সহযোগীতায় বুধবার গোড়-এ শহীদ বড় মাঠে বিকেলে মাদকবিরোধী প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সাড়ে ৪ টায় নওশীন ফুটবল একাডেমি বনাম ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। ৩০ মিনিট করে ১ ঘন্টা খেলায় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২টি গোল এবং নওশীন ফুটবল একাডেমি ১টি গোল দিয়ে ১-২ গোলে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের টিম বিজয় লাভ করে।

দিনাজপুর

পুরস্কার বিতরনী পর্বে প্রমীলা ফুটবল খেলোয়াড়দের ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপরি জেলা ক্রীড়া অফিসের ক্রীড়া জেলা ক্রীড়া অ মোঃ আকরাম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

পড়ুন: ১৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক-১

দেখুন: চা বিক্রি করে সংসার চলে জনপ্রতিনিধির |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন