দিনাজপুর মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর আয়োজনে পিকেএসএফ-ঢাকা’র অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের শংকরপুর মহাবিদ্যালয়ে তরুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৩৬ জুলাই এর স্বপ্নঃ বাংলাদেশ গঠনের তারুণ্যের ভূমিকা নিয়ে উপজেলা পর্যায়ে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
৮নং শংকরপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোঃ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকরপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আমজাদ হোসেন, প্রভাষক মোঃ মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচীর সহকারী সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমবিএসকে’র অডিটোর উপেন্দ্রনাথ রায়। বক্তারা বলেন, বর্তমান সরকার তারুণদের নিয়ে যে কর্মসূচী শুরু করেছে তাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ঘটবে। বৈষম্যহীন সমাজ গড়তে এবং আলোকিত বাংলাদেশ গড়তে তরুণদের বিকল্প নেই। বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) সহজ সুদে তরুণদের স্বনির্ভর করতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন সহ প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে রুপান্তর করার চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে তরুণদের সচেতন হতে হবে।
পড়ুন: সুনামগঞ্জে আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের লাশ উত্তোলন
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/


