24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

দিনাজপুর আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে (২৪ ফেব্রুয়ারি’২০২৫) সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর জেলার আয়োজনে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ (বিভিএম পিভি এমএস)। জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, ৩৯ আনসার ব্যাটালিয়ন ঠাকুরগাঁও এর পরিচালক মোঃ আব্দুল্লাহ আল হাদী, সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস, নীলফামারী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতেই দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি’র সার্বিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান (ভিপিএম)। জেলার আনসার ও ভিডিপি’র অনুষ্ঠিত জেলা সমাবেশে আমন্ত্রিত অন্যান্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা কারাগারের জেল সুপার মোঃ মতিয়ার রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্না কবির, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান প্রমূখ।

অনুষ্ঠিত জেলা সমাবেশ-২০২৫ এর বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। জেলা সমাবেশের উদ্বোধন শেষে অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে আলোচনা সভায় যোগদান করেন।

আলোচনা সভা শেষে দিনাজপুর

জেলার আনসার ও ভিডিপি সদস্যদের উপর অর্পিত দায়িত্বের মধ্যে বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য উপহার হিসেবে ৯ জনকে বাইসাইকেল, ৫ জনকে বিশেষ পুরস্কার, ৪ জনকে সেলাই মেশিন, ৭০ জনকে ছাতা এবং ৭ জনকে টর্চ লাইট প্রদান করা হয়। অনুষ্ঠিত সকল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রেজেনা পারভীন আক্তার ও বিরামপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মাহাবুবার রহমান।

পড়ুন:শীতে কাঁপছে দিনাজপুরের মানুষ

দেখুন :চা বিক্রি করে সংসার চলে জনপ্রতিনিধির | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন