সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নোয়াখালী থেকে গত ৮ দিনে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। এসব উপজেলা থেকে গত ৮ দিনে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া গত ৮ দিনে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।
এনএ/