16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

দিল্লিতে নীতি কমিশনের বৈঠকে তিস্তা নিয়ে মমতার কড়া প্রতিবাদ

দিল্লিতে ভারতের নীতি কমিশনের বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে ক্ষোভ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার প্রশ্ন, অংশিজন হিসেবে কেন্দ্র কেন পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা করবে না? বাংলাদেশে তিস্তার পানি আসলে রাজ্যের উত্তরবঙ্গের মানুষ খাবার পানি পাবে না বলেও মন্তব্য মমতার।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কে ভাটা পরেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু।

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, বাংলাদেশকে পানি দেওয়া নিয়ে আপত্তি নেই। কিন্তু এই পানি যখন পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায়, তখন বাংলার সঙ্গে আলোচনা করা উচিত ছিল।  মাত্র ৫ মিনিট বক্তব্যের মাইক বন্ধ করে দেওয়ায় বৈঠক থেকে রীতিমতো ওয়াক আউট করেন মমতা। 

পরে কলকাতায় মমতা বলেন তিস্তা ইস্যুতে তিনটি পক্ষ- ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। তিস্তার পানি চলে গেলে উত্তরবঙ্গের মানুষ খাবার পানি পাবে না।

মমতার অভিযোগ, ১৯৯৬ সালে প্রথম ফারাক্কা চুক্তির বরখেলাপ করেছেন ভারতের কেন্দ্র সরকার।

এদিকে বাংলাদেশের সাথে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকারের সাথে পরামর্শ করতে বাধ্য করা না যায় সেজন্য একটি প্রস্তাব পাস হয়েছে রাজ্য বিধানসভায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন