২১/০৬/২০২৫, ২৩:৩৫ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৩৫ অপরাহ্ণ

দীর্ঘ ই-মেইল পড়ার ঝামেলা শেষ, সময় কমাবে জেমিনি

অফিসের কাজ, চাকরির অফার, কেনাকাটার রশিদ—সবই এখন চলে আসে ই-মেইলে। তবে দীর্ঘ ও জটিল ই-মেইল পড়ার মতো সময় সবার থাকে না। এ সমস্যার সমাধানে গুগল নিয়ে এসেছে তাদের নতুন জেমিনি এআই-চালিত মেইল সামারাইজেশন ফিচার, যা এক ক্লিকেই জানিয়ে দেবে মেইলের আসল কথা।

গুগল জানিয়েছে, জিমেল ব্যবহারকারীরা এখন থেকে ইনবক্সে পাওয়া প্রতিটি মেইলের উপরে ‘Summarized Message’ বা ‘সারাংশ’ দেখতে পাবেন। এই সারাংশ তৈরি করবে জেমিনি এআই। যা মেইলের মূল তথ্য বিশ্লেষণ করে খুব সংক্ষেপে তা উপস্থাপন করবে।

এই ফিচারটি কাজে লাগালে দীর্ঘ মেইল পড়ার ঝামেলা থাকবে না। অফিস, ব্যাক্তিগত ও কেনাকাটার গুরুত্বপূর্ণ তথ্য সহজেই বুঝে নেওয়া যাবে। সময় সাশ্রয় হবে ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

গুগল আরও জানিয়েছে, সব মেইলে স্বয়ংক্রিয়ভাবে সারাংশ না-ও আসতে পারে। তবে সেই ক্ষেত্রেও ব্যবহারকারীরা বঞ্চিত হবেন না।

মেইলের পাশে একটি আলাদা বাটন থাকবে, যেখানে ক্লিক করলেই এআই দ্বারা তৈরি সারাংশ দেখা যাবে।

পড়ুন: আইপ্যাডে চালু হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ

দেখুন: ১১ দিনেও উদ্ধার করা হয়নি বিমানের ইমেইল সার্ভার

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন