দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের সবচেয়ে দীর্ঘ যমুনা রেলসেতু চালু হচ্ছে মঙ্গলবার। ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতু, নতুন দিগন্ত উন্মোচন করবে, রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের।
২০১৬ সালে পরিকল্পনা, ২০২০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন, আর ২০২১ সালে শুরু হয় নির্মাণকাজ। ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি।
আগের যমুনা সেতু দিয়ে ট্রেন পার হতে সময় লাগত ২০ মিনিট, নতুন সেতুতে সময় লাগবে মাত্র সাড়ে তিন মিনিট। প্রথম ধাপে ৯০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন, যা পরে বাড়িয়ে করা হবে ১২০ কিলোমিটার।
তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাক থাকায় পুরোপুরি সুফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বপ্নের সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের রেল যোগাযোগে যোগ হলো নতুন মাত্রা। যমুনা রেল সেতু শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এটি দেশের অর্থনীতি ও বাণিজ্যের জন্যও এক বড় অর্জন।
এনএ/