ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে বহির্বিভাগ সেবা।
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে সকাল ১০টা থেকে চিকিৎসকরা বহির্বিভাগ তাদের কর্মস্থলে যোগ দেন।
বিষয়টি নিশ্চিত করে বহির্বিভাগে গাইনি বিভাগের আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান রাজীব বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রোববার কমপ্লিট শাটডাউনে যায় চিকিৎসকরা। এরপর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে রাত আটটা থেকে চালু হয় জরুরি বিভাগসহ ইনডোর সার্ভিস। গতকাল ঘোষণা দেওয়া হয় আজ সকাল থেকেই সীমিত পরিসরে অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ সেবা চালু থাকবে। ঘোষণা অনুযায়ী বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু হয়েছে। আমরা চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছি।
উল্লেখ্য, ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার দুপুরে দেশের সব চিকিৎসক কর্মবিরতির ঘোষণা দেন। এরপর থেকে দেশের সকল হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।