১৫/০৬/২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ

কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ‘ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, এই রকম বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে আরেকটি গ্রুপের উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়। কুয়েট ক্যাম্পাস ও সংলগ্ন রোডে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ চলমান।

শিক্ষার্থীরা জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ করেন ও উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এনএ/

দেখুন: দুই বছর পর নিজ বাড়িতে ফিরলো থানচির ১৫ পরিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন