১৩/০৬/২০২৫, ১৩:০৮ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:০৮ অপরাহ্ণ

দুই ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ছাত্রদল। অবরোধ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শহীদ মিনারের দিকে চলে যান।

মঙ্গলবার (২০ মে) সোয়া পাঁচটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় ছেড়ে দেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল তিনটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা এবং ‘নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায়’ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদল। পরে বৃষ্টি শুরু হলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৩ মে দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। তাকে রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহপাঠীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পড়ুন : বৃষ্টির মধ্যেই শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন