26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ

আগামী ১৫ দিনের মধ্যে সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে গণ অধিকার পরিষদ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।


গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার ড. ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হবে।

সরকারের অংশ হয়েও পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে। সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারেন না। সরকার এই দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পক্ষপাত করেছে। এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না।’

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

এছাড়া সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে তদবিরের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, অবিলম্বে সেসব নিয়োগ বাতিল করতে হবে। আর ছাত্র প্রতিনিধি নামে কেউ যাতে নিয়োগ বা সরকারি কাজে হস্তক্ষেপ করতে পারে না।

পড়ুন : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, উত্তাল রাজপথ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন