দুইদিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে দুই নেতার মধ্যে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ২২তম ইন্দো-রাশিয়া সামিটে যোগ দিতে দুই দিনের রাশিয়া সফরে গেছেন নরেন্দ্র মোদি।
আজ সকালে তিনি মস্কো বিমানবন্দরে পৌঁছান। এদিকে, মোদির রাশিয়া সফর নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।