দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
চলমান এই আবহাওয়ার পরিস্থিতির প্রভাবে নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযানগুলোর সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে নদীবন্দর এলাকায় সতর্ক অবস্থান নিতে বলা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি এখন ঘন ঘন দেখা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন: দুপুরের সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেখুন: সারা দেশে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ইম/