24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

দুর্গাপূজায় বর্তমান সরকার সবচেয়ে বেশি অনুদান দিয়েছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজা মণ্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। তিনি বলেন, এই অনুদান বিগত বছরের চেয়ে অনেক বেশি। 

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টায় মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশের ৩২ হাজার পূজামণ্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গাপূজায় তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি মন্দির কমিটির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কোনো দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।’

কোনো হজযাত্রী এজেন্সির মাধ্যমে প্রতারিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ‘হজযাত্রীরা প্রতারিত হয়েছে, এমন প্রমাণ পেলে এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে। এজেন্সিগুলোকে জরিমানাও করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘হজযাত্রা সহজ করতে মন্ত্রণালয় কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে এজেন্সির চুক্তি থাকতে হবে, চুক্তিভঙ্গ হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন