28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়া, সবশেষ যা জানা গেল

দুর্ঘটনার কবলে পড়েছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ে ব্যস্ততম রাস্তায় অভিনেত্রীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস।

‎এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এক ভিডিওতে দেখা গেছে, একটি লাল বাস অভিনেত্রীর গাড়ির পেছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপারাজ্জিরা চিনতে পারেন গাড়িটি। 

‎ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কোনরকম আঘাত পেয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

‎এদিকে বলিউডের সুপারস্টার নায়িকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে, খবর ছড়াতেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং অভিনেত্রীর দেহরক্ষীরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এরপর ঐশ্বরিয়ার গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। 
এদিকে বাস চালকের বিরুদ্ধে কোনরকম আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। দুর্ঘটনার পর বচ্চন পরিবার কিংবা অভিনেত্রীও কোনো মন্তব্য করেননি।

পড়ুন : https://“সালমান খানের বিরুদ্ধে ‘সিকান্দার’ সিনেমায় শাকিব খানকে নকল করার অভিযোগ”

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন