২০/০৬/২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

দুর্ঘটনার শিকার শাবনূর, চাইলেন দোয়া

এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাবনূর। এখনও কোটি ভক্তের হৃদয়ে দোরা দিয়ে যান তিনি। তার কোনো খারাপ সংবাদে মন কাঁদে অসংখ্য ভক্তের। সম্প্রতি তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

এক সংবাদ মাধ্যমে শাবনূর জানান, মোবাইলে কথা বলতে বলতে সিডনির ল্যাকেম্বারের রাস্তায় হাঁটছিলেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত ফুটপাত থেকে পড়ে যান তিনি। এর ফলে এখন পায়ে প্লাস্টার করানো হয়েছে তার।

শাবনূর বলেছেন, ‘পা মচকে গেছে, হাঁটুর চামড়াও ছিলে গেছে। ব্যথায় ওঠার অবস্থায় নেই। পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করান তিনি। এরপর পায়ে প্লাস্টার করে দেয়া হয়। বর্তমানে ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে।’

যেহেতু নায়িকার নিজের অসাবধানতায় ঘটনাটি ঘটেছে, তাই বিষয়টি নিয়ে একরকম উপলব্ধি হয়েছে বলেও জানান তিনি।

শাবনূরের কথায়, ‘আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা। ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে, জীবনে কোনো দিন কোথাও হাঁটতে–চলতে গিয়ে মোবাইল দেখব না। পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনায় আমার পা-টা ইনজুরি হয়েছে, এর জন্য আরও ভয়ংকর কিছুও হতে পারত।’

দুর্ঘটনার এই খবরটি নিজের ফ্যান পেজে শেয়ার করেছেন শাবনূর। সেখানে নায়িকা দোয়া চেয়ে লিখেছেন, ‘সবাই দোয়া করবেন দ্রুত সুস্থতার জন্য!’ তবে ভক্তরা তার জন্য মন খুলে দোয়া করছেন, তা দেখা গেছে মন্তব্যের ঘরে।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

পড়ুন : সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসা-অনুভবের নাম: শাবনূর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন