24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা পাবেন ১০-৫০ হাজার টাকা অনুদান, আবেদন করুন

দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রতি দুই মাস পরপর অর্থসহায়তা দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ জন্য আবেদন করতে হয় শিক্ষার্থীদের। নভেম্বর-ডিসেম্বর প্রান্তের আবেদন শুরু চলছে। অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত। ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ অনুদান দেওয়া হবে। চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থী ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন শিক্ষার্থীরা আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুদান পান।

আবেদনের শর্তাবলি

*চিকিৎসা মেয়াদে শুধু একবারই চিকিৎসা গ্রহণের জন্য আবেদন করা যাবে।

*চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে।

আবেদনে দরকারি কাগজপত্র

* আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনায় আহত প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসার সনদ।

* চিকিৎসা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট।

* ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদান করা প্রত্যয়নপত্র।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট।

এনএ/

আরও পড়ুন: ঘন কুয়াশায় বাড়ছে দুর্ঘটনা, তিন জেলায় হতাহত ১৯

দেখুন: অটোপাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন