26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়-বিভাগে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বার্ষিক কর্মসম্পাদন চক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ কর্মস্থলে সুশাসন প্রতিষ্ঠার নির্দেশ দেন সরকারপ্রধান।

নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী অপচয় ও দুর্নীতি রোধে সবাইকে সজাগ হওয়ার পরামর্শ দেন।

বরাদ্দের টাকা সঠিক ভাবে কাজে ব্যবহৃত হয় কিনা সেদিকে লক্ষ্য রাখতে সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন সঠিক নীতিমালা প্রণয়ন করে কাজ করতে পারলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্রধানমন্ত্রী বলেন আমাদের লক্ষ্য বাংলাদেশের দ্রুত উন্নয়ন।

যেসব প্রকল্প এখনও শেষ হয়নি সেসব প্রকল্প দ্রুত শেষ করতেও তাগিদ দেন সরকার প্রধান।

শুদ্ধচার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথ পালন করা হচ্ছে বলেই দেশ উন্নয়নশীল হয়েছে বলেও এসময় মত দেন প্রধানমন্ত্রী।

সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করছে বেশ কয়েক বছর ধরেই। চলতি অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিআহ স্বাক্ষর করলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

লক্ষ্য অর্জন করা দশটি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃতও করা হয়। এছাড়াও দেয়া হয় জাতীয় শুদ্ধচার পুরস্কার।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন