26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ব্রিটিশ দুর্নীতিবিরোধী জোট এবার টিউলিপকে দায়িত্ব ছাড়ার আহ্বান জানিয়েছেন

দুর্নীতির অভিযোগে ক্রমেই চাপ বাড়ছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর। তাই টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী জোট। এ জোটের মধ্যে অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থবাজারের অভ্যন্তরীণ দুর্নীতি সামাল দেওয়ার যে দায়িত্ব পালন করছেন, তা থেকে তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন।

সম্প্রতি, যুক্তরাজ্যে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য টিউলিপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে মন্ত্রী থাকা অবস্থায় বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন।

এই পরিস্থিতিতে টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ।

ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন জানিয়েছে, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং খ্যাতি রক্ষায় সরকারের পক্ষে বেশ কিছু জরুরি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, আর এসব সিদ্ধান্ত গ্রহণ টিউলিপ সিদ্দিকের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু তার বিরুদ্ধে দুর্নিতীর অভিযোগের কারণে সৃষ্ট স্বার্থ-সংঘাতে এটি এখন স্পষ্ট নয় যে, তিনি এসব সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে আছেন কি না।

এনএ/

আরও পড়ুন: নাইকো দুর্নীতি মামলায় আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

দেখুন: টিউলিপ যেন লেডি মাফিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন