১৫/০৭/২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ

দূর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে মার্জারই কি একমাত্র বিকল্প?

দূর্বল ব্যাংকগুলোতে এখনো তীব্র তারল্য সংকট। গ্রাহকদের লাগাতার চাপ ও খেলাপি ঋণের ভারে নূজ্য এসব ব্যাংক। গ্রাহকদের চাহিদামত টাকা দিতে পারছে না তারা। এতে দিন দিন গ্রাহকের আস্থা হারাচ্ছে ব্যাংকগুলো। যদিও ব্যাংকগুলোর পক্ষ থেকে দাবী করা হচ্ছে তাদের পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে এবং লেনদেন স্বাভাবিক হওয়ার পথে। কিন্তু ব্যাংকগুলোর প্রকৃত চিত্র ভিন্ন। অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মত। তাদের অবস্থা উপরে উপরে ভালো দেখানো হচ্ছে, আদতে অবস্থা অনেক খারাপ। গত কুরবানীর ঈদের আগে এসব দূর্বল ব্যাংকের অনেক গ্রাহক তাদের চাহিদামত টাকা তুলতে না পেরে এ বছর কুরবানীর পশু কিনতে পারে নাই মর্মে অভিযোগও রয়েছে। এসব ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের টাকা ফেরতের বারবার আশ্বাস দেওয়ার পরও সময়মত টাকা না পেয়ে ব্যাংকগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে দূর্বল পাঁচটি ব্যাংক মার্জারের ঘোষণা দেওয়ার পর এসব ব্যাংকে অস্থিরতা আরো বেড়েছে। যদিও গভর্নরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে মার্জারের কারণে কোনো আমানতকারীই ক্ষতিগ্রস্থ হবে না। বরং গ্রাহকদের আমানতের নিরাপত্ত্বার স্বার্থেই এসব ব্যাংক মার্জারের সিদ্ধান্ত। এ সত্ত্বেও গ্রাহকগণ তাদের আমানত তুলে নিতে প্রতিদিনই ভিড় করছে ব্যাংকগুলোতে। আবার মার্জারের কারণে এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের মধ্যে চাকরি হারানো ভয় ও আতঙ্ক বিরাজ করছে। যদিও গভর্নরের পক্ষ থেকে ব্যাংকারদের আশ^স্থ করা হয়েছে যে মার্জারজনিত কারণে কাউকে চাকরি হারাতে হবে না। এ পরিস্থিতিতে ব্যাংকগুলোর পরিণতি কোন দিকে যাচ্ছে। অবধারিত মার্জার? না-কি অন্য কিছু?

ব্যাংকগুলোর কেন এই রুগ্ন দশা?
বিগত ফ্যাসিস্ট সরকারের প্রায় দেড় দশক ধরে দেশের আর্থিক খাতে চলে লাগামহীন অনিয়ম, দূর্নীতি, জালিয়াতি, লুটপাট এবং অবাধে বিদেশে অর্থপাচার। এসবের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় ব্যাংক খাত। বিশেষকরে ইসলামী ধারার ব্যাংকগুলোতে পরিকল্পিতভাবে লুটপাট চালানো হয়। সরকারের প্রকাশ্য মদদে আওয়ামী লুটেরা এবং তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠি ভুয়া ঋণ বা বিনিয়োগের নামে কয়েক লাখ কোটি টাকা তুলে নেয় এসব ব্যাংক থেকে। আওয়ামী সরকারের সময়ে এসব ঋণ বা বিনিয়োগ বিধিবহির্ভূতভাবে নিয়মিত দেখানো হয়েছে। ফলে তখন কৃত্রিমভাবে খেলাপী ঋণ কম দেখানো হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে তাদের অপকর্ম অব্যাহত রাখার সুযোগ করে দেওয়া হয়েছে।

গত বছরের ৫ আগস্ট অভ্যূত্থানের মধ্যদিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকগুলোর প্রকৃত চিত্র উন্মোচিত হতে থাকে। যথানিয়মে শ্রেণিকৃত ঋণ প্রকাশ পাওয়ায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়তে থাকে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী দূর্বল ব্যাংকগুলোর কোনো কোনোটির খেলাপি ঋণের পরিমান ৯০ শতাংশের বেশি। গড়ে এসব ব্যাংকের খেলাপি ঋণের হার প্রায় ৮০ শতাংশ। তথ্যমতে, দেশের ব্যাংকখাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ২০ হাজার কোটি যা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শীর্ষ ঋণ খেলাপিদের অধিকাংশই পতিত ফ্যাসিস সরকারের ক্ষমতাধর ব্যক্তিবর্গ অথবা তাদের সহযোগী ব্যবসায়ি মাফিয়া গোষ্ঠি। তাদের অধিকাংশই এখন দেশ থেকে পলাতক। অনেক ক্ষেত্রে দেশের অভ্যন্তরে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সম্পদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। সব কিছু পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। ফলে খেলাপি ঋণ উদ্ধারের সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

যদিও সরকারের পক্ষ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য হলো বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনা এত সহজ কাজ নয়। বিষয়টি অনেক জটিল ও সময় সাপেক্ষ। এদিকে ব্যাংকগুলো তাদের ঋণের টাকা ফেরত না পাওয়ায় চোখে অন্ধকার দেখছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বারবার টাকা ধার করেও আমানতকারীদের চাহিদামত টাকা ফেরত দিতে পারছে না এসব ব্যাংক। অন্যদিকে ফান্ডের অভাবে নতুন করে ঋণ বা বিনিয়োগ দিতে না পারায় এসব ব্যাংকের আয়ের পথও প্রায় বন্ধ। লোকসান গুণতে হচ্ছে প্রতি মুহুর্তে। সব মিলিয়ে দূর্বল ব্যাংকগুলোর অবস্থা ক্রমান্বয়ে জটিল থেকে আরো জটিলতর হচ্ছে।

দূর্বল ব্যাংকগুলো বাঁচাতে সরকারের উদ্যোগ
দূর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা করতে সরকার ব্যাংক রেজল্যশন অধ্যাদেশ-২০২৫’ জারি করেছে। এই অধ্যাদেশের মাধ্যমে সরকার দুর্বল ব্যাংকগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে মালিকানা নিতে পারবে। একই সাথে এসব ব্যাংকের সম্পদ এবং দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর ও বিক্রি করতে পারবে। এর ফলে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, একীভূতকরণ, বিক্রি কিংবা বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এই আইনে কোনো ব্যাংক যখন ন্যূনতম মূলধন বা তারল্য সংরক্ষণের শর্ত পালন করতে অক্ষম হবে, তখন বাংলাদেশ ব্যাংক সে ব্যাংককে অবসায়ন কিংবা নিষ্পত্তি করতে পারবে। এসব ব্যাংকের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

সরকারের পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক দাতা প্রতিষ্ঠানসমূহ যেমন- আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবি থেকে অর্থায়ন বা ঋণ নিতে পারবে। এই তহবিলের মাধ্যমে দুর্বল ব্যাংকের পুনর্গঠন বা নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে। গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর সম্পদ গুণগত মান যাচাইয়ের জন্য দুটি আন্তর্জাতিক অডিট ফার্ম নিয়োগ করেছিল যা ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে জুলাই পরবর্তী বাংলাদেশ ব্যাংক এসব ক্ষতিগ্রস্থ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে এবং আগের এমডিদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

এই আইনের মাধ্যমে দূর্বল ব্যাংকগুলোর পরিস্থিতি উন্নয়নে শক্তিশালী পদক্ষেপ এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থনৈতিক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই আইনে দূর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনীয় অর্থ সহায়তার জন্য ব্যাংক রেজুলেশন তহবিল গঠন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তহবিলটি সরকারের ঋণ বা অনুদান এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বা অনুদান থেকে অর্থ সংগ্রহ করবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসবে এবং ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা হবে।

দূর্বল ব্যাংকগুলো মার্জার কেন অবধারিত?
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সমস্যাগ্রস্থ পাঁচটি ইসলামী ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক মিলে একটি বড় ও শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে এসব ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। এই পাঁচটি ব্যাংকের মোট খেলাপি বিনিয়োগের পরিমাণ প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা মোট বিনিয়োগের ৭৭ শতাংশ। বিপুল অঙ্কের খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতির পরিমাণ ৭৪ হাজার ৫০১ কোটি টাকা। এই পাহাড় সমান খেলাপি বিনিয়োগ এবং প্রভিশন ঘাটতি নিয়ে কোনো ব্যাংকের টিকে থাকা একেবারেই অসম্ভব। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪ শতাংশ খেলাপি ঋণ গ্রহণযোগ্য এবং কোনো ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৩০ শতাংশের উপর হলে সেই ব্যাংক বাধ্যতামূলকভাবে অবসায়ন করতে হয়। উন্নত বিশ্বে এ ধরণের ঘটনার প্রেক্ষিতে অসংখ্য ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ খেলাপি ঋণ নিয়ে ব্যাংকগুলোকে এখনো টিকিয়ে রাখা হয়েছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের স্বার্থে সরকার দূর্বল ব্যাংকগুলোকে মার্জারের মাধ্যমে একসাথ করে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছে। এতে করে রাষ্ট্রিয় সহযোগিতায় একটি শক্তিশালী ও বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হবে, যা দেশের মানুষের ইসলামী ব্যাংকিংয়ের চাহিদা পূরণে আরো সক্রিয়ভাবে অবদান রাখতে পারবে। দেশের ইসলামী ব্যাংকিং খাত সমৃদ্ধ ও শক্তিশালী হবে।

ব্যাংক মার্জারের ফলে কি কি সম্ভাবনা তৈরি হবে?
সমস্যাগ্রস্থ দূর্বল ব্যাংকগুলো সরকার কর্তৃক অধিগ্রহণের ফলে নতুন এই ব্যাংকটির প্রতি গ্রাহক ও সাধারণ মানুষের আস্থা পুনঃস্থাপন হবে। নতুন লাইসেন্স ও নতুন নামকরণের মাধ্যমে একটি শক্তিশালী ইসলামী ব্যাংকের ব্র্যান্ড ইমেজ তৈরি হবে, যা অন্যান্য ইসলামী ব্যাংকগুলোর প্রতিযোগী হিসেবে বাজারে আবির্ভূত হবে। সরকারের সরাসরি তদারকি, তত্ত্বাবধান এবং অভিজ্ঞ ও দায়িত্বশীল পরিচালনা পর্ষদ গঠন এবং একটি দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা টিম গঠনের ফলে এই ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। সরাসরি সরকারের তহবিল সহায়তার ফলে দূর্বল ব্যাংকগুলোর মূলধন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যাংকগুলোর মন্দ সম্পদ ও দায় তৃতীয় পক্ষ অ্যাসেট ম্যাজেমেন্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হবে। ফলে মন্দ ঋণ নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হবে না। তারা কেবল উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করতে পারবে। একই সাথে দক্ষ, অভিজ্ঞ এবং দায়িত্বশীল শরীয়াহ বোর্ড গঠনের ফলে নতুন এই ইসলামী ব্যাংকে শরীয়াহ সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

পাঁচটি ব্যাংক মিলে একটি বৃহৎ ও বিস্তৃত নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউশন চ্যানেল স্থাপিত হবে, ফলে এক সাথে বহু গ্রাহককে সেবার আওতায় নিয়ে আসতে পারবে। প্রাপ্ত তথ্যানুযায়ী, এই ব্যাংকগুলোর দেশব্যাপি ৭৫৯টি শাখা, ৬৯৮টি উপশাখা ৫০৯টি এজেন্ট ব্যাংকিং কেন্দ্র, ১০২৩টি এটিএম ও সিআরএম রয়েছে। দেশের ২৯৮টি থানায় ব্যাংকগুলোর কোন শাখা বা উপশাখা নেই। ফলে এসকল এলাকায় শাখা ও উপশাখা পূণবিন্যাসের মাধ্যমে ইসলামী ব্যাংকিংয়ের উদ্দেশ্যের আলোকে আর্থিক অন্তর্ভূক্তি ও সম্পদের সুষম বন্টনের সম্ভাবনা তৈরি হবে। এতে ব্যাংকটিতে কোনো কর্মী ছাটাইয়ের প্রয়োজন হবে না।

এছাড়া প্রায় ৯২ লাখ গ্রাহকের ইসলামী ব্যাংকিং সেবা সেবা দেওয়ার জন্য এ ব্যাংকগুলোর প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে, যারা ইতোমধ্যে ইসলামী ব্যাংকিংয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষিত। পাঁচটি ব্যাংক একসাথ হওয়ার কারণে পরিচালন খরচ অনেকাংশে কমে আসবে এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর উন্নতি ঘটবে। নতুন এই ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করবে , ফলে সমাজে কর্মসংস্থান ও সুষম উন্নয়ন ত্বরান্বিত হবে। এই ব্যাংক একটি বৃহৎ ও শক্তিশালী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে অন্যান্য বৃহৎ ব্যাংকের সাথে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি হবে। ফলে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

লেখক : মো. খায়রুল হাসান, সার্টিফায়েড শরীয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স। ইমেইল-hasan.khairul@gmail.com.

পড়ুন : ব্যাংক খাতের উন্নয়নে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন