পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাঁশঝাড় থেকে মোকলেছার রহমান (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোকলেছার উপজেলার ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে।পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার বিকালে মোকলেছার রহমান দোকানে যায়।রাতে বিয়ে বাড়িতে যাবেন বলে ছেলেকে দোকানে বসিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেননি।ফোনও বন্ধ ছিল।বৃহস্পতিবার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার গলাকাটা লাশ দেখতে পান নিহতের চাচী।তার চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে যায়,পরে পুলিশে খবর দেয়।
নিহতের বাবা শাহাবুদ্দিন হত্যাকান্ডের এই কাজ তার বন্ধু-বান্ধবরাই করেছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
নিহতের স্ত্রী বলেন, বিকালে আমার স্বামী দোকানে গিয়েছিল। রাত ৮টায় ফোন করে বাসায় খরচ আনতে বলি। ১১টা পর্যন্ত না আসায় ফোনে কল করতে থাকি। কিন্তু ফোন বন্ধ পাই। এরপর ঘুমিয়ে পড়ি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.সোয়েল রানা গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পড়ুন: তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেখুন: উজানের পানিতে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর ক্লোজার
ইম/

