17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

দেশজুড়ে জন্মাষ্টমীতে বন্যার্তদের জন্য প্রার্থনা

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। সোমবার (২৬ আগষ্ট) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ–উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছে তারা। দেশের বিভিন্ন জায়গায় জন্মাষ্টমীতে বন্যার্তদের জন্য প্রার্থনা ও পাশে থাকার প্রত্যয় জানানো হয়।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাদের বিশ্বাস, দুষ্টের দমনে ভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন। হিন্দু সম্প্রদায় আনন্দ–উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালন করছে।

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে টাঙ্গাইলে ছিলো নানা আয়োজন। পৌর শহরের বড় কালিবাড়ী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে আবারো বড় কালিবাড়ীতে গিয়ে শেষ হয়।

জামালপুরে ইসলামপুরে হরিসভা জাতীয় মন্দিরে ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

মানিকগঞ্জে ছিল জন্মাষ্টমীর আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন। নেত্রকোনায় দিবসটি উপলক্ষে র‍্যালীর আয়োজন করে পূজা উৎযাপন কমিটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শহরের গৃহে মঙ্গল প্রদীপ জ্বেলে, সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। পরে বের হয় শোভাযাত্রা। জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন ছিল ঠাকুরগাঁওয়েও। শহরের গোবিন্দজিউ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন