31 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

দেশজুড়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তাদের সিন্ডিকেট। আজই হল ত্যাগের নির্দেশ এলেও অনেক ক্ষেত্রেই তা ভঙ্গ করে ক্যাম্পাসে থাকার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া দেশের সব স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৮ সিটির সব প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করেছে সরকার।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ শুরু হওয়ার পরিস্থিতিতে সকালে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা বসে। এরপর থেকেই একে একে বন্ধের সিদ্ধান্ত আসে বিশ্ববিদ্যালয়গুলো।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বুধবার বিকেল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সিদ্ধান্তকে নাকচ করেছে আন্দোলনকারীরা।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বিকাল তিনটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য ইবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ এসেছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য় বন্ধ ঘোষণা করে বেলা ৩টার ম‌ধ্যে শিক্ষার্থী‌দের হল ছাড়া নি‌র্দেশ দেওয়া হয়। এছাড়াও খুলনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব কটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই হলত্যাগের নির্দেশ ভঙ্গ করে ক্যাম্পাসে অবস্থান করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে আজও বিক্ষপ্তভাবে মিছিল অবরোধ করেছে শিক্ষার্থীরা। বরিশাল, টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন