27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

দেশের পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন পেছানো হলো ১ ঘন্টা

দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তা ১ ঘণ্টা পিছিয়ে রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রমজানের ব্যস্ততার কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনটি ১ ঘণ্টা সময় পেছানো হয়েছে। আমাদের সংবাদ সম্মেলনটি সন্ধ্যা ৭টার পরিবর্তে আজ রাত ৮টায় শুরু হবে।’

এর আগে সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন জয়নাল আবেদীন শিশির। তখন তিনি জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

পড়ুন : আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক: নাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন