দেশজুড়ে শেষ মুহুর্তে জমে উঠেছে পশুর হাট। ঈদের একদিন আগেও হাটে আসছেন ক্রেতারা। তবে গৃহপালিতর চেয়ে দেশী মাঝারি সাইজের গরুর চাহিদাই বেশি। দাম নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের।
শেষ মুহুর্তে এসে জমে উঠেছে সিলেটের কাজিরবাজার পশুর হাট। বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ফার্মের গরুর পাশাপাশি প্রচুর দেশী গরু উঠেছে বাজারে। যদিও স্থানীয় খামারিদের ঘরে পালা দেশী মাঝারি গরুর চাহিদাই বেশি।
তবে ক্রেতাদের অভিযোগ, দাম নাগালের বাইরে। আর বিক্রেতারা বলছেন গরু পালনে খরচ বেড়েছে, তাই দামও একটু বেশি।
ঝালকাঠির পশুর হাটেও জমজমাট ভীর। শেষদিনে নজর কেড়েছে সম্রাট, শাহজাহান ও কালো বাবু।
জেলার অন্যতম বড় পশুর হাট বিকানা স্টেডিয়ামে, বিভিন্ন জেলা থেকে গরু, ছাগল, নিয়ে এসেছেন খামারিরা।
তবে হাটে ক্রেতাদের আনাগোনা কিছুটা কম।