দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন নিহত হয়েছেন। নিহত দুজন আপন ভাই। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারন ফরেস্ট অফিসের সামনে, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তারা। এছাড়া, ঝিনাইদহের গোপীনাথপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক আলমসাধু চালকের।