গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের একমাত্র ব্যয়বহুল বন্দর চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মধ্যে ফেলে দেয়া হচ্ছে। করিডোরের নামে খাল কেটে কুমির আনা হচ্ছে। কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারে সহযোগিতা পাঠানোর জন্য করিডোর দেয়া হচ্ছে। আমরা সরকারকে অনতিবিলম্বে এই করিডোর দেয়া থেকে বিরত থাকার আহবান জানাই।
শুক্রবার সন্ধ্যায় নরসিংদী পৌর ইদগাহ্ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখা আয়োজিত এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে বলে মন্তব্য করে তিনি আরো বলেন, জুলাই কারও বাপ দাদার সম্পত্তি নয়। কারও একক কৃতিত্ব না। এটি দেশের সকল শ্রেণিপেশার মানুষের লড়াই সংগ্রামের ফল। এদেশে সকল শ্রেণিপেশার মানুষ সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি স্বৈরাচার আওয়ামী লীগ বিরোধী গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা তুলে ধরেন৷
গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মো. নান্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, সংগঠনটির সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।