প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারও সঙ্গে যুদ্ধ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার।’ আজ বুধবার (২৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের (এসএসএফ) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন জাতির পিতা। বর্তমান সরকার গঠন হওয়ার পর, যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। অথচ পূর্ববর্তীরা সেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে।’
এ সময় প্রধানমন্ত্রী এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতার পাশাপাশি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এসএসএফ সদস্যদের দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।কারণ, নিজের ভেতরে এসব না থাকলে সফলতা অর্জন করা যাবে না। এসএসএফে সব বাহিনীর প্রতিনিধি রয়েছে।যা সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।’