১৪/০৬/২০২৫, ১৭:০৮ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:০৮ অপরাহ্ণ

জুলাই-আগস্টে দেশের তরুণরা যা দেখিয়েছে তা দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্টে দেশের তরুণরা যা দেখিয়েছে তা অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। 

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস আয়োজিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের দুই পাশে দুই মহাশক্তি। ভারত ও চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে, আমরা যেহেতু মাঝখানে আমাদের ফেলে যেতে পারবে না।’

ড. ইউনূস বলেন, ‘আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর। আমাদের উপকূল এক মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানিনি। এখন যে মুহূর্তে এর ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না।’

প্রধান উপদেষ্টা বলেন,’ আমাদের উত্তরে বিখ্যাত হিমালয় পর্বতমালা, যেখানে জমে আছে শক্তি, হাইড্রোপাওয়ার। কত শক্তি দরকার বাংলাদেশের, সেখানে সব জমা আছে। শুধু নেপাল আর বাংলাদেশের মধ্যে ৪০ মাইলের যে দূরত্ব তা অতিক্রম করতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতি কোথায় আছে কীভাবে আছে তা অজানা নয়। এর থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই। সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত না করতে পারলে দুর্নীতি দূর হবে না।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি থেকে দ্রুত বের হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি। জাতীয় সুযোগ নিয়ে আমরা মোটেও চিন্তিত না।’

এনএ/

দেখুন: বিশ্বের বিভিন্ন দেশের যতো আজব নিয়ম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন