25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

‘ঐক্যের বার্তা দেশের অবস্থান আরো শক্ত করবে’

মত পথ ও আদর্শের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মযর্দা রক্ষায় সব রাজনৈতিক দল একাট্টা। প্রধান উপদেস্টার ডাকে সাড়া দিয়ে সব রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন অন্তর্বতী সরকারের পাশে থাকবেন তারা। ঐক্যবদ্ধ থাকলে ভারতের অপপ্রচার হস্তক্ষেপ ও আন্তর্জাতিক কোন উসকানি বা অশুভ শক্তির বিষয়ে তারা শক্ত অবস্থান নিতে সহজ হবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক অস্থিরতার চেষ্টা করা হয়। ভারতের পক্ষ থেকে এ সুযোগকে কাজে লাগিয়ে চালানো হয় অপপ্রচার।

দেশটির রাজনৈতিক নেতারাও বাংলাদেশ বিরোধী নানা বক্তব্য দিয়ে আসছেন। মূলত ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক নিযার্তনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে।

এমন প্রেক্ষাপটে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যর ডাক দেন অন্তর্বতী সরকার প্রধান।সেই ডাকে সাড়া দিয়ে গতকাল ড.ইউনুসের কাছে প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো।

কিন্তু এ ঐক্যকে বিএনপি কিভাবে দেখছে? দলটির নেতারা নাগরিক টিভিকে বলছেন জাতি আগে থেকেই ঐক্যবদ্ধ। তবে  বর্তমান  ক্রান্তি কালে জাতীয় ঐক্যর এ বার্তা দেশকে আরো শক্ত অবস্থানে নিয়ে যাবে।

আর গণতন্ত্র জোটের নেতারা বলছেন ঐক্যর মাধম্যে দেশী বিদেশী যে কোন ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব ।

নেতারা বলছেন চুড়ান্ত সফলতা না আসা পযর্ন্ত এ জাতীয় ঐক্য অটুট ও মজবুত রাখতে হবে।

টিএ/

দেখুন: হাজার কোটি টাকা বিনিয়োগ, ৩ দেশের স্যাংশনে হাসিনাসহ দুই শতাধিক বাংলাদেশী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন