দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু বেড়ে ৭ হাজার ৮১৯ জনে দাঁড়াল।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭১৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ২০ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৯৬৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ।
ফই//
Leave a Reply