21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনক : চট্টগ্রামে সাংবাদিক কর্মশালায় বক্তারা

বর্তমানে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।  পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে ওষুধ বিনামূল্যে প্রদানের কাজ শুরু হয়েছে। 

চট্টগ্রাম নগরীর একটি রেষ্টুরেন্টে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়’ শীর্ষক আয়োজিত এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরেন বক্তারা।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে এনজিও সংস্থা  প্রজ্ঞা।

উচ্চ রক্তচাপের প্রকোপ

কর্মশালায় বক্তারা বলেন, এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য দেশের সব কমিউনিটি ক্লিনিকে ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি  ওষুধের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত, এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দও জরুরি।

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের উপকারিতা
ছবি: সংগৃহীত

কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটছে স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগে। যার অন্যতম প্রধান ঝুঁকি উচ্চ রক্তচাপ। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রধান প্রতিবেদক সাইফুল আলম, চট্টগ্রাম আত্মার আহ্বায়ক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজ এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয় ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

শিশুদের হার্ট ভালো রাখবে যে পাঁচ খাবার
ছবি: সংগৃহীত

আরও পড়ুন: শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাংবাদিকরা

দেখুন: চট্টগ্রামে মাশরুম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন