করোনায় একদিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ। মোট প্রাণহানি সাড়ে নয় হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী। ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মিরপুরে।
করোনাভাইরাসে বিপর্যস্ত দেশ। হয় মৃত্যু-না হয় শনাক্ত, কোনো না কোনোভাবে প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৪ জনের। যা করোনাকালে একদিনের হিসেবে, সবচেয়ে বেশি।
লম্বা হলো মোট মৃত্যুর তালিকাও। সংখ্যাটা সাড়ে নয় হাজার ছাড়িয়ে। আগেরদিনের রেকর্ড শনাক্তের পর, গতকাল কিছুটা কম।
গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি। শনাক্ত প্রায় সাত হাজারের মতো করোনা রোগী। শনাক্তের এই হার, একশো জনে সাড়ে বিশ জনেরও বেশি।
সংক্রমণের হটস্পট রাজধানী ঢাকায় আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ। যদিও ঢাকার জীবনযাত্রা দেখে তেমনটি বোঝার উপায় নেই। মিরপুর এলাকায় সংক্রমণের মাত্রাটা সবচেয়ে বেশি।
তবে রেকর্ড মৃত্যুর দিনে সুস্থ হওয়ার সংখ্যাটাও কম নয়। আরও ৩ হাজার ৯১ জনের সঙ্গে মোট সুস্থ সাড়ে ৫ লাখের বেশি।
আশা/ফই
Leave a Reply