31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধন আনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধন শেষে ভবনের সামনে থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারিদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালির বের করে কমিশন।

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ

এসময় তিনি জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫। আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯৯৪ জন ।

এর আগে ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। ভোটার বেড়ে গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে।

আপত্তি শুনানি শেষে আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো ইসি। তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ বলে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। মৃত ভোটার কর্তনের পাশাপাশি বাদ পড়া এবং ২০২৬ সালের পহেলা জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবারের তালিকায়।

//সাকু

দেখুন: ট্রাম্প-জেলেনস্কির সং*ঘা*তময় বৈঠক, হয়নি চুক্তি

আরও: ছাত্রদের নতুন দল, সাথে জামায়াত, বিএনপির অবস্থান পরিষ্কার নয় |

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন