সারা দেশে প্রায় ৮০০ আয়নাঘর আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস। এসময় তার সাথে ছিলেন, ভুক্তভোগী উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, গুম কমিশনের সদস্য এবং কিছু গণমাধ্যম কর্মী।

এসময় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বন্দি থাকার ভয়াবহ অবস্থার বর্ণানা দেন।
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন পরিস্থিতি ছিলো নৃশংস এবং ভয়াবহ। তিনি বলেন, এর মাধ্যমে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে আওয়ামীলীগ সরকার।
আয়নাঘরের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে। আয়ানঘরের তথ্য-প্রমাণ সিলগালা করে রাখা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

এছাড়া এমন আরও আয়নাঘর আছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
এনএ/