দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। মন্তব্য করেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত দেশে স্থিতিশীলতা ফেরানোর তাগিদ দেন তিনি। নইলে সমস্যা বাড়তে থাকবেই বলেও শঙ্কা তারেক রহমানের। অন্তর্বর্তী সরকার তাদের মুল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম আয়োজন করে ৩১ দফা নিয়ে কর্মশালার। এতে লন্ডন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, কিছু লোকজনের মধ্যে এখন কথা চালাচালি চলছে জাতীয় না স্থানীয় নির্বাচন আগে তা নিয়ে।
আর অস্থিরতার কারণে সংস্কার সম্ভব হবে না বলেও জানিয়ে বিএনপির এ নেতা বলেন, দেশকে দ্রুত স্থিতিশীল করতে হবে।
সরকার তাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে তোদের কথাবার্তায় এমন সন্দেহ হচ্ছে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তারাই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছেন। যারা এখন বড় বড় কথা বলছেন তারা চুপ ছিলেন।
এনএ/