39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

দেশ টিভির এমডি আরিফ ও চাল সিন্ডিকেটের মূলহোতা রশিদ গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ নভেম্বর) রাতে তাকে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন

যেভাবে গ্রেপ্তার দেশ টিভির এমডি

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে।

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

যেভাবে গ্রেপ্তার চাল রশিদ

অন্যদিকে রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি মামলায় চাল রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

চালকল মালিক সমিতির সভাপতি রশিদ গ্রেপ্তার

আব্দুর রশিদ ওরফে চাল রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূলহোতা। তার ইশারায় দেশে চালের দাম ওঠানামা করত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

দেখুন: টাকার জোরেই অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন কামালরা?
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন