দেশে এই মুহূর্তে নির্বাহী বিভাগ বা সরকারবিহীন অবস্থায় চলছে। নানা স্থানে এর সুযোগ নিয়ে ডাকাতিসহ নানা বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে, আবর্জনা পরিষ্কার থেকে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। থানার কার্যক্রম চালু হতে সহযোগিতা করছে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানা খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়। এছাড়াও টাঙ্গাইলে ছাত্র জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের এ অর্জনকে সুসংহত করার লক্ষ্যে মানববন্ধন হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার নেতারা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার করাসহ শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।
জয়পুরহাট শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রোভার স্কাউটসহ সাধারণ শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করায় খুশি সাধারণ মানুষ, যাত্রী ও চালকরা।
রাজবাড়ীতে মহাসড়ক ও সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। কেউ কেউ সড়কে রংতুলির কাজেও অংশ নেন।
হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিস্কারের কাজ শুরু করেছে ঝিনাইদহের শিক্ষার্থীরা। হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিস্কার করে তারা।