গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এখনো কাটেনি এর রেশ। স্থল নিম্নচাপ হয়ে সারা দেশে ছড়িয়েছে বৃষ্টিবলয়। তাই দেশজুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণ থাকবে আরও দুই দিন। তারপর ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতও বহাল রেখেছে আবহাওয়া অফিস।
গেলো কদিনে টানা বর্ষণ আর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ নিয়ে জনমনে উদ্বেগ। তবে আবহাওয়া অধিদপ্তর জানালো কিছুটা স্বস্তির কথা। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ তবে এখনও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা।
আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৯৬ মি মি, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদীকোর্ট এ ২৮৫ মি মি ও দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি চাঁদপুরে যা- ২৪১ মি মি।
সাগরের বায়ুতাড়িত বাতাসের কারণে ৩ নং সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই বৃষ্টি পাত ১,২ তারিখের পর ধীরে ধীরে কমে আসবে।
এছাড়াও বলা হয় দেশের কোন কোন জেলায় আরো একদিন বৃষ্টি হতে পারে।
এনএ/


