26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

দেশজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ

যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে, মহান বিজয় দিবস উদযাপন করছে জাতি। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে একাত্তরের বীর শহীদদের। সূর্যোদয়ের সাথে সাথে, বিজয়ের রঙ ছড়িয়েছে পথঘাট, নগর-বন্দর ছড়িয়ে গ্রাম পর্যন্ত।

দেশজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ
দেশজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ

চট্টগ্রামে প্রথম প্রহরে নগরীর কাট্টলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে, বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

বিজয়ের ৫৪ বছর পূর্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে, রংপুরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন সকল শ্রেণীপেশার মানুষ।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। ফুলে ফুলে ভরে উঠে, উৎসবমুখর শহীদ মিনার প্রাঙ্গন।

ময়মনসিংহে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে পুষ্পার্ঘ অর্পন করেন, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। নানান আয়োজন ছিল ময়মনসিংহে। ভালুকায়ও ছিলো অনুষ্ঠানিকতা।

ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা আয়োজনে, কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সকালে নগরীর টাউন হল শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক আমিরুল কায়ছারসহ সংশ্লিষ্ঠরা।

কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনসহ যশোরবাসী।

জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে বরিশাল ও খুলনায়।

দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি উপলক্ষ্যে পাবনার সাথিয়ায় বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

এছাড়াও, নরসিংদী, গাজীপুর, দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, জামালপুর, নাটোর, নেত্রকোনা, নওগাঁ, পটুয়াখালী, গাইবান্ধা, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, শেরপুর, মানিকগঞ্জ, নীলফামারী, ঝিনাইদহ, মেহেরপুর, মৌলভীবাজার, সিরাজগঞ্জসহ দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৫৪ তম বার্ষিকী।

টিএ/

দেখুন: ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যহীন দেশ গড়বে’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন