০৮/০৭/২০২৫, ২১:৩৩ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:৩৩ অপরাহ্ণ

দ্বিগুণের বেশি ভাড়া আদায়, নেত্রকোনায় ২ সিএনজি চালকের জেল-জরিমানা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় যাত্রীদের থেকে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়।

দন্ডপ্রাপ্ত সিএনজি চালকরা হলেন, জেলা সদরের নাগড়া এলাকার মো. ইয়াকিন মিয়াকে (২৫) ও বারহাট্টা উপজেলার অতিথপুর এলাকার মো. শাকিল (৩০)। তাদের মধ্যে ইয়াকিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর শাকিলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় সিএনজি স্টেশনে অভিযান পরিচালানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। অভিযানে মোহনগঞ্জ থানা পুলিশের কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ার পর ওই দুই চালককে জেল-জরিমানা দেন তিনি।

ভুক্তভোগী যাত্রী পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা নাজিবুর রহমান তমাল বলেন, সিএনজিতে মোহনগঞ্জ থেকে নেত্রকোনা যাওয়ার নিয়মিত ভাড়া জন প্রতি ১০০ টাকা। কিন্তু ঈদের নাম করে তারা নিচ্ছেন ২৫০ টাকা করে। দ্বিগুণের বেশি ভাড়া নেওয়া হচ্ছে। একইভাবে ময়মনসিংহের ভাড়াও দ্বিগুণ নিচ্ছেন চালকরা। রোগী নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য এসে দেখি ভাড়ার এমন নৈরাজ্য চলছে। প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছি। এমন অভিযান চলমান থাকুক। এতে যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এতথ্য নিশ্চিত করে বলেন, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে সাধারণ যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি নেওয়া হচ্ছিল। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে দুই সিএনজি চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ও ভাড়ার নির্ধারিত হার বজায় রাখতে নিয়মিত মনিটরিং চলবে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত দুইজনকে সন্ধ্যায় কারাগারে প্রেরণ করা হবে।

পড়ুন : নেত্রকোনায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সেনা অভিযান, আটক ৩

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন